শহর কলকাতা

ED | সাতসকালে কলকাতা-সহ জেলার একাধিক জায়গায় ইডি তল্লাশি, নজরে বালিপাচার চক্র?

ED | সাতসকালে কলকাতা-সহ জেলার একাধিক জায়গায় ইডি তল্লাশি, নজরে বালিপাচার চক্র?
Key Highlights

কলকাতা, আসানসোল, ঝাড়গ্রামের একাধিক জায়গায় হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীদের।

ফের সাতসকালে বঙ্গে অ্যাকশনে ইডি। জানা গিয়েছে, অবৈধভাবে বালি তুলে সেই টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে একাধিক বালির ব্যবসায়ীদের বিরুদ্ধে। সেই মামলার তদন্তেই নেমেছে ইডি। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মুর্গাশোলে ৪১ নম্বর ওয়ার্ডের বালি ব্যবসায়ী মনীশ বাগাড়িয়ার বাড়িতে সকাল থেকে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এছাড়াও কলকাতার বেন্টিঙ্ক স্ট্রিটের একটি অফিসে হানা দিয়েছে তাঁরা। ঝাড়গ্রামের লালগড় ও গোপীবল্লভপুরে বালির খাদানে তল্লাশি চলছে। কলকাতা-সহ রাজ্যের সাতটি জায়গায় হানা দিয়েছে ইডি।