ED | কেলেঙ্কারিতে অভিযুক্তদের ২২,২৮০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ED
Wednesday, December 18 2024, 1:19 pm
Key Highlightsনির্মলা সীতারমণ দাবি করেছেন, আমজনতার টাকা লুট করে যে শিল্পপতিরা বিদেশে চম্পট দিয়েছেন, তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের হারানো সম্পদের একটা অংশ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে ED।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ দাবি করেছেন, আমজনতার টাকা লুট করে যে শিল্পপতিরা বিদেশে চম্পট দিয়েছেন, তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের হারানো সম্পদের একটা অংশ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে ED। এই শিল্পপতিদের মধ্যে রয়েছেন বিজয় মালিয়া, নীরব মোদি, মেহুল চোকসি। ২০১৯ থেকে ২০২৩ এর মধ্যে ৯০০টি আর্থিক তছরুপের মামলার তদন্ত করেছে ইডি। তথ্য অনুযায়ী, সারা দেশে এখনও পর্যন্ত বিভিন্ন কেলেঙ্কারিতে অভিযুক্তদের ২২,২৮০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ব্যাঙ্কের কাছে ফেরানো হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- নির্মলা সীতারামন
- এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
- ক্রাইম
- বাজেয়াপ্ত

