Cow Smuggling | গরুপাচার কাণ্ডে প্রায় ২৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো ED! রয়েছে অনুব্রতর ৩৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট

গরুপাচার কাণ্ডে ২৫ কোটি ৮৬ লক্ষ টাকার অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট।
গরুপাচার কাণ্ডে ২৫ কোটি ৮৬ লক্ষ টাকার অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। জানা গিয়েছে, এর মধ্যে রয়েছে ৩৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যা অনুব্রত মণ্ডল এবং তাঁর পরিবারের সদস্যদের নামে ছিল বলে খবর। এই নিয়ে সব মিলিয়ে এখনও পর্যন্ত গরুপাচার কাণ্ডে ইডির বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৫১ কোটি ১৩ লাখ। আরও সম্পত্তির সন্ধানে রয়েছেন ইডির তদন্তকারীরা। ইডির অভিযোগ, গরু পাচারের মধ্যে দিয়ে অনুব্রতর হাতে আসে ৪৮ কোটি ৬ লক্ষ টাকা। যার একাংশ তিনি তাঁর হিসাবরক্ষক এবং মেয়ের অ্যাকাউন্টে রেখেছিলেন।