ED Attacked । নয়াদিল্লিতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত ইডি, ফেরার অভিযুক্ত
Thursday, November 28 2024, 5:57 am
Key Highlightsদিল্লিতে সাইবার প্রতারণা চক্রের তদন্তে গিয়ে আক্রান্ত হলাম ইডির আধিকারিকরা। জখম হয়েছেন ইডির অ্যাডিশনাল ডিরেক্টর।
দিল্লিতে সাইবার প্রতারণা চক্রের তদন্তে গিয়ে আক্রান্ত হলাম ইডির আধিকারিকরা। জখম হয়েছেন ইডির অ্যাডিশনাল ডিরেক্টর। বৃহস্পতিবার দিল্লির বিজওয়াসান এলাকায় অভিযান চালায় ইডি। সংস্থার তরফে জানানো হয়েছে, ফিশিং স্ক্যাম, কিউআর কোড প্রতারণা ও পার্ট টাইম চাকরির টোপ দিয়ে মানুষকে প্রতারিত করা হচ্ছিল। তারই তদন্তে চার্টার্ড অ্যাকাউন্টেন্ডেন্ট অশোক শর্মার বাড়িতে হানা দিতেই, অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা ইডি আধিকারিকদের উপরে হামলা করে। একজন হামলার পরই পালিয়ে যায়। বাকিদের গ্রেপ্তার করেছে পুলিশ।

