Bhupesh Baghels Son | ইডির হাতে গ্রেফতার ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেল!
Friday, July 18 2025, 8:32 am

জন্মদিনের দিনই ইডির হাতে গ্রেফতার ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেল!
জন্মদিনের দিনই ইডির হাতে গ্রেফতার ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেল! আজ সকালে আবগারি দুর্নীতিতে আর্থিক তছরুপ মামলায় চৈতন্যকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গ্রেফতারের আগে ছত্তীসগঢ়ে দুর্গ জেলার ভিলাইতে ভূপেশ বাঘেলের বাড়িতে হানা দেয় ইডি। ঘণ্টাখানেক তল্লাশি চালানোর পর চৈতন্যকে গ্রেফতার করা হয়। ইডির অভিযোগ, ছত্তীসগঢ়ের আবগারি দুর্নীতিতে বিপুল ক্ষতি হয়েছে রাজ্যের। প্রায় ২১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির অংশীদার ছিলেন চৈতন্য।
- Related topics -
- দেশ
- ভারত
- এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
- ইডি
- দুর্নীতি