Train Accident । সাতসকালে এক্সপ্রেস ট্রেনের তিনটি কামরা লাইনচ্যুত হলো হাওড়ায়
Saturday, November 9 2024, 4:06 am
Key Highlightsআজ সকালে হাওড়ার শালিমার স্টেশনের কাছে ডাউন শালিমার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেসের তিনটি কামরা লাইনচ্যুত হয়েছে। কোনো হতাহতের খবর নেই।
ফের ট্রেন দুর্ঘটনার কবলে যাত্রীরা। রেল সূত্রে খবর,আজ,ভোর ৫.৪৫ মিনিট নাগাদ ডাউন শালিমার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেসটি শালিমার স্টেশনে ঢুকছিল। নলপুরের কাছাকাছি পৌঁছতেই হঠাৎ ট্রেনের তিনটি কামরা লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি পার্সেল ভ্যানও রয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান দক্ষিণ পূর্ব রেলের ইঞ্জিনিয়াররা। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। ট্রেনের গতি কম থাকায় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে বলে সূত্রের খবর। দুর্ঘটনার জেরে হাওড়া দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।
- Related topics -
- ট্রেন লাইনচ্যুত
- ট্রেন
- ট্রেন দুর্ঘটনা
- ভারতীয় রেল
- রেল মন্ত্রক
- রেলওয়ে বোর্ড
- শালিমার স্টেশন
- এক্সিডেন্ট

