পরিবহনপূর্ব-মধ্য রেলে নির্মাণ কার্যের জেরে একাধিক ট্রেন বাতিল করল পূর্ব রেল
পুজোর পর এবার নির্মাণ কাজ চলবে পূর্ব-মধ্য রেলে। নির্মাণ কার্যের জন্য একাধিক ট্রেন বাতিল করল পূর্ব রেলওয়ে। আগামী কয়েকদিনে বাতিল করা হয়েছে মোট পাঁচটি ট্রেন। আগামী ২৭ অক্টোবর বাতিল করা হয়েছে ০৯৪১৩ আমদাবাদ-কলকাতা স্পেশাল। ২৫ অক্টোবর ০৯৬০৮ মাদার জংশন-কলকাতা স্পেশাল এবং ২৭ অক্টোবর ০৩০২৬ ভোপাল-হাওড়া স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শুধু ওই কয়েকদিন ট্রেনগুলি ঘুরিয়ে দেওয়া হয়েছে। অন্যান্য দিন স্বাভাবিকভাবেই চলবে।