Solar Energy | সৌরবিদ্যুৎ উৎপাদনে নজির পূর্ব রেলের! গত বছরের তুলনায় ২৬,৮০,০০৩ KWh সৌরবিদ্যুৎ উৎপাদন
Monday, August 5 2024, 3:48 am
Key Highlights
২০২৩-২৪ সালের প্রথম তিন মাসে ৬১,৪৫,০৭৯ KWh সৌর বিদ্যুৎ উৎপন্ন করা হয়েছে।
সৌরবিদ্যুৎ উৎপাদনে নজির গড়লো পূর্ব রেল। সূত্রে খবর, ২০২৩-২৪ সালের প্রথম তিন মাসে ৬১,৪৫,০৭৯ KWh সৌর বিদ্যুৎ উৎপন্ন করা হয়েছে। যা গত বছরের তুলনায় ২৬,৮০,০০৩ KWh বেশি। এর মধ্যে হাওড়া ডিভিশনে ১৭,৩৪,৩৪৯ KWh, শিয়ালদা ডিভিশনে ৬,১২,৭৯৫ KWh, আসানসোল ডিভিশনে ৪৫,৭২৯ KWh এবং মালদা বিভাগ ১,৯৮,৪৩৫ KWh উৎপাদন করেছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, নতুন সৌর ইউনিট স্থাপনের কারণেই শক্তি উৎপাদন ক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। কার্বন ফুটপ্রিন্ট কমানোর উদ্দেশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে রেল।
- Related topics -
- ভারতীয় রেল
- বিদ্যুৎ
- পূর্ব রেল