Sealdah-Bongaon | অফিস টাইমে বনগাঁ লোকাল পাবেন ১৫ মিনিট অন্তর? বড় পরিকল্পনা পূর্ব রেলের!

শিয়ালদহ বিভাগের DRM রাজীব সাক্সেনা জানান, ‘বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত আমরা সব ট্রেনকেই বনগাঁ পর্যন্ত নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছি'
১২ বগির ট্রেন দিয়ে হয়নি লাভ। এসি লোকাল ট্রেন দেওয়ার পর খানিক স্বস্তি মিললেও, অফিস টাইমে সেই বাদুড়ঝোলা ভিড়েই ফিরতে হচ্ছে বনগাঁ শাখার যাত্রীদের। তবে এবার এই শাখার যাত্রীদের জন্য বিশেষ চিন্তাভাবনা করছে পূর্ব রেল। শিয়ালদহ বিভাগের DRM রাজীব সাক্সেনা জানান, ‘বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত আমরা সব ট্রেনকেই বনগাঁ পর্যন্ত নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছি। ১৫ মিনিট অন্তরই বনগাঁ যাওয়ার জন্য ট্রেন পাওয়া যাবে। ওই শাখায় যে কোনও ট্রেনে উঠতে পারবেন।’ যদিও বিষয়টি পরিকল্পনার স্তরে রয়েছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- লোকাল ট্রেন
- ট্রেন
- বনগাঁ
- ভারতীয় রেল
