Easterns Railway | কার্ডবোর্ড টিকিট এখন অতীত! কয়েক কোটি কার্ডবোর্ড টিকিট পুড়িয়ে ফেলছে পূর্ব রেল

Thursday, January 23 2025, 2:33 pm
highlightKey Highlights

পূর্ব রেলের প্রিন্সিপ‌্যাল চিফ কমার্শিয়াল ম‌্যানেজার উদয় শঙ্কর ঝা এই কার্ড বোর্ড টিকিট পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন।


কার্ডবোর্ড টিকিট এখন অতীত। এই ধরনের কয়েক কোটি টিকিট পুড়িয়ে ফেলার কাজ শুরু করেছে পূর্ব রেল। পূর্ব রেলের প্রিন্সিপ‌্যাল চিফ কমার্শিয়াল ম‌্যানেজার উদয় শঙ্কর ঝা এই কার্ড বোর্ড টিকিট পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন। কারণ এই কার্ডবোর্ডের টিকিট আর কাজে লাগবে না। কিন্তু এই আবহে বিভিন্ন স্টেশনের প্রশ্ন,এখন যে UTSও থার্মাল সহ নানা ধরণের কাগজের টিকিট বিক্রির পদ্ধতি রয়েছে, তার লিঙ্ক ফেল হলে কীভাবে টিকিট দেওয়া হবে? সেক্ষেত্রে আপতকালীন পরিস্থিতির জন্য ২৫ শতাংশ কার্ডবোর্ড টিকিট রেখে দেওয়ার দাবি উঠছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File