SSKM Hospital | পূর্ব ভারতের প্রথম সরকারি হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগ! পরিষেবা মিলবে SSKM-এ!
Thursday, February 13 2025, 12:39 pm
Key Highlightsপূর্ব ভারতের প্রথম হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগ চালু হচ্ছে কলকাতার এসএসকেএম হাসপাতালে।
আরও উন্নত হলো পশ্চিমবঙ্গের চিকিৎসা ক্ষেত্র। পূর্ব ভারতের প্রথম হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগ চালু হচ্ছে কলকাতার এসএসকেএম হাসপাতালে। জানা গিয়েছে, রোগী পরিষেবা শুরু হবে মার্চ থেকে। হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগে ক্যান্সার সহ সব রকম ইএনটি অস্ত্রোপচারের জন্য তিনটি ওটি টেবল থাকছে মডিউলার অপারেশন থিয়েটারে। বলা বাহুল্য, বেসরকারি পরিষেবায় এই ধরনের অপারেশনে খরচ পড়ে ৩ লক্ষ থেকে ১৬ লক্ষ টাকা। তবে এসএসকেএমে সেই অপারেশন হবে সম্পূর্ণ নিখরচায়।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- স্বাস্থ্য
- চিকিৎসা
- এসএসকেএম হাসপাতাল

