Kolkata Metro | রক্ষনাবেক্ষনের জন্যে ফের বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রো, আড়াই দিন ভুগতে হবে নিত্যযাত্রীদের

ফের বিপাকে কলকাতা মেট্রোর নিত্যযাত্রীরা। আড়াই দিন বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো।
ফের বিপাকে কলকাতা মেট্রোর নিত্যযাত্রীরা। আড়াই দিন বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো। আজ শুক্রবার, সন্ধ্যা ৭টা ৫ মিনিট থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ এবং এসপ্লানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। সূত্রের খবর, আড়াই দিন ধরে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবার খুঁটিনাটি পরীক্ষা করবে মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল সেফটি অডিট অ্যাসোসিয়েশন। সেজন্যেই এ কদিন বন্ধ থাকবে পরিষেবা।