East Bengal Womens Team | ইরানের চ্যাম্পিয়ন দলকে হারিয়ে AFC চ্যাম্পিয়ন্স লিগ শুরু করলো ইস্টবেঙ্গলের মহিলা দল!
Monday, November 17 2025, 1:15 pm
Key Highlightsগ্রুপ পর্বে ইরানের ঘরোয়া লিগে ১১ বারের চ্যাম্পিয়নদের বাম খাতুন এফসির বিরুদ্ধে খেলতে নেমে ৩-১ গোলে জয় ছিনিয়ে নিল অ্যান্থনি অ্যান্ড্রজের দল।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে চমক দেখালো ইস্টবেঙ্গলের মেয়েরা। গ্রুপ পর্বে ইরানের ঘরোয়া লিগে ১১ বারের চ্যাম্পিয়নদের বাম খাতুন এফসির বিরুদ্ধে খেলতে নেমে ৩-১ গোলে জয় ছিনিয়ে নিল অ্যান্থনি অ্যান্ড্রজের দল। উহানে প্রথম ম্যাচে চার মিনিটের মধ্যেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। অসাধারণ গোল করেন শিলকি দেবী। ৩২ মিনিটে উগান্ডার স্ট্রাইকার ফাজিলা দ্বিতীয় গোল করেন। এদিকে প্রথমার্ধ শেষ হওয়ার আগে মোনা হামুদির গোলে ব্যবধান কমায় বাম খাতুন। তবে দ্বিতীয়ার্ধে ৮৬ মিনিটে বাম খাতুনের বিরুদ্ধে রেস্টি নানজিরি তৃতীয় গোলটি করে ম্যাচ জেতান।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- ফুটবলার
- ইস্টবেঙ্গল

