East Bengal | মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে ইস্টবেঙ্গল, স্বপ্নপূরণ সঙ্গীতার

Sunday, August 31 2025, 4:21 pm
highlightKey Highlights

কাম্বোডিয়ার ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে কিটচির সঙ্গে ১-১ গোলে ড্র করল তারা।


মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কিটচির বিরুদ্ধে ১:১ গোল করে মূল পর্বে পৌঁছলো ইস্টবেঙ্গল। কাম্বোডিয়ার ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচ শুরু হয়েছিল হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে। ম্যাচের ৯ মিনিটের মধ্যেই ফাজিলার তৈরি করে দেওয়া বল থেকে গোল করেন বাংলার মেয়ে সঙ্গীতা বাসফোর। প্রথমার্ধে ১:০ গোলে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। ৫৯ মিনিটে গোল শোধ করেন হো মুই মেই। ম্যাচ ড্র হলো। তবে লিগের মূল পর্বে পৌঁছতে মাত্র ১ পয়েন্ট দরকার ছিল ইস্টবেঙ্গলের। সেই কাজে সফল লাল হলুদের মেয়েরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File