East Bengal in ISL । চোটের কারণে আইএসএল থেকে ছিটকে গেলেন মাদিহ তালাল, আর খেলবেন না ইস্টবেঙ্গলের হয়ে
Thursday, December 19 2024, 5:34 pm

পাঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত জয়ের পরেই বড়সড় ধাক্কা ইস্টবেঙ্গল শিবিরে। হাঁটুর চোটের জেরে আইএসএলের গোটা মরশুম থেকেই ছিটকে গেলেন মাদিহ তালাল।
বড়ো ধাক্কা ইস্টবেঙ্গল শিবিরে। হাঁটুর চোটের জেরে আইএসএলের গোটা মরশুম থেকেই বাদ পড়লেন ইস্টবেঙ্গলের খেলোয়াড় মাদিহ তালাল। বৃহস্পতিবার ক্লাবের তরফ থেকে দেবব্রত সরকার তাঁর লিগ বিরতির খবর ঘোষণা করেন। এমআরআই রিপোর্টে জানা গিয়েছে, তালালের এসিএলে গ্রেড ৩ টিয়ারের চোট রয়েছে। চোট সারিয়ে পুরোপুরি ফিট হতে দশ মাসেরও বেশি সময় লাগবে। গত আইএসএলে পাঞ্জাব এফসির জয়ে দুরন্ত ফুটবল খেলেছেন তালাল। এবারে লাল হলুদ জার্সিতেও ভালো পারফর্ম করেছিলেন এই ফ্রেঞ্চ মরোক্কান ফুটবলার।