East Bengal | ২০২৪ কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল! শনিতে ঘোষণা IFA-র

গত মরশুম, অর্থাৎ ২০২৪ সালের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হলো ইস্টবেঙ্গলকে। শনিবার IFA-র পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা করা হয়।
আইনি জটিলতার কারণে কলকাতা লিগ চ্যাম্পিয়ন ঘোষণা আটকে ছিলো। শুক্রবার দুপুরে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে রায় দিতেই শনিবার দুপুরে লিগ কমিটির বৈঠকের পরে আনুষ্ঠানিক ভাবে ২০২৪ সালের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হলো ইস্টবেঙ্গলকে। IFA সচিব অনির্বাণ দত্ত বলেন, ‘শুক্রবার রাতে আমরা এই বিষয়টা জানতে পারি। তখনই আলোচনা হয় দ্রুত এই সিদ্ধান্ত জানানো নিয়ে। ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন এবং ডায়মন্ড হারবারকে রানার্স-আপ ঘোষণার কথা। এখন আদালতের রায়ের পরে বলতে আর বাধা নেই যে ইস্টবেঙ্গলই চ্যাম্পিয়ন।’