CFL | ইস্টবেঙ্গলকে এখনই CFL চ্যাম্পিয়ন ঘোষণা নয়! ডায়মন্ড হারবার এফসির অভিযোগের ভিত্তিতে স্থগিতাদেশ আদালতের!
Wednesday, February 19 2025, 2:19 pm
Key Highlightsসব কিছু নিশ্চিত হয়ে যাওয়া সত্ত্বেও আলিপুর আদালতের স্থগিতাদেশে পড়ল বাধা।
ইস্টবেঙ্গলকে এখনই ঘোষণা করা হচ্ছে না CFL চ্যাম্পিয়ন। সব কিছু নিশ্চিত হয়ে যাওয়া সত্ত্বেও আলিপুর আদালতের স্থগিতাদেশে পড়ল বাধা। ১৩ তারিখের ম্যাচ বাতিল, ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা এবং ১৮ তারিখে ম্যাচ না দেওয়ার দাবিতে মামলা করে ডায়মন্ড হারবার এফসি।তাদের অভিযোগ, CFL আরও কয়েকমাস আগে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু একটি নির্দিষ্ট দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য IFA পরের ম্যাচটা ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি রাখে। ১৩ ও ১৮ ফেব্রুয়ারিতে ম্যাচ না রাখার অনুরোধ জানায় ডায়মন্ড হারবার। কিন্তু তা মানা হয়নি।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- শহর কলকাতা
- ইস্টবেঙ্গল
- ডায়মন্ড হারবার

