খেলাধুলা

East Bengal vs Mumbai City FC | ভালো খেলেও জয় অধরা লাল হলুদের, গোলশুন্য ভাবে শেষ হলো ম্যাচ

East Bengal vs Mumbai City FC | ভালো খেলেও জয় অধরা লাল হলুদের, গোলশুন্য ভাবে শেষ হলো ম্যাচ
Key Highlights

ইন্ডিয়ান সুপার লিগে মুম্বইয়ের মাঠে এক পয়েন্ট ইস্টবেঙ্গলের। চোটে জর্জরিত দলের জন্য এই পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভাঙাচোরা দল নিয়েই এদিন মুম্বইয়ের বিরুদ্ধে নিজেদেরটা সেরা খেলাটা খেলল ইস্টবেঙ্গল। তবু জয় রয়ে গেলো অধরাই। ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসি ম্যাচ শেষ হলো গোলশূন্য ভাবে। এদিন দুই দলই দুর্দান্তভাবে একে অপরের দুটো করে গোল সেভ করলো। গোলশূন্য ড্র হওয়ার ফলে প্লে অফের লড়াইয়ে আরও চাপে পড়লো লাল হলুদ বাহিনী। যদিও ১৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় একধাপ ওপরে উঠে এল অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গল। ফলে পরবর্তী ম্যাচে আরও চাপ বাড়লো।