East Bengal | ভাঙাচোরা দল নিয়ে প্রত্যাবর্তন! পঞ্জাবকে ৪-২ গোলে হারালো ইস্টবেঙ্গল

Tuesday, December 17 2024, 5:57 pm
East Bengal | ভাঙাচোরা দল নিয়ে প্রত্যাবর্তন! পঞ্জাবকে ৪-২ গোলে হারালো ইস্টবেঙ্গল
highlightKey Highlights

দুগোলে পিছিয়ে পড়ার পর ফর্মে থাকা পঞ্জাবের বিরুদ্ধে ভাঙাচোরা দল নিয়ে প্রত্যাবর্তন করে ৪:২ গোলে জয়ী লাল হলুদ শিবির।


মঙ্গলবার সন্ধ্যায় যুবভারতীতে অনবদ্য খেললো ইস্টবেঙ্গল। দুগোলে পিছিয়ে পড়ার পর ফর্মে থাকা পঞ্জাবের বিরুদ্ধে ভাঙাচোরা দল নিয়ে প্রত্যাবর্তন করে ৪:২ গোলে জয়ী লাল হলুদ শিবির। ম্যাচের প্রথমার্ধটা ছিল পুরোপুরিই পঞ্জাবের। ২১ মিনিটে সুলিচ এবং পরে ৩৯ মিনিটে ভিদালের গোলে এগিয়েও যায় পঞ্জাব। এরপরই প্রত্যাবর্তন ইস্টবেঙ্গলের। এই জয়ের ফলে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল আপাতত এগারোতে। তবে এদিনের ম্যাচে যে মানসিকতার পরিচয় ইস্টবেঙ্গল দিল, তাতে আগামী দিনে অন্তত সুপার সিক্সে শেষ এই ডিএল শেষ করবে বলে আশা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File

লেটেস্ট আপডেট