খেলাধুলা

East Bengal vs Mohun Bagan | মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাডি লড়াই, সবুজ মেরুনকে উড়িয়ে বাজিমাত ইস্টবেঙ্গলের

East Bengal vs Mohun Bagan | মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাডি লড়াই, সবুজ মেরুনকে উড়িয়ে বাজিমাত ইস্টবেঙ্গলের
Key Highlights

কল্যাণী স্টেডিয়ামে শনিবার বিকেলে, মরশুমের প্রথম ডার্বিতে মোহনবাগানকে ১ গোলে পরাস্ত করল ইস্টবেঙ্গল।

ছোটদের ডার্বিতে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান হাড্ডাহাড্ডি লড়াই। শনিবার বিকেলে কল্যাণী স্টেডিয়ামে মরশুমের প্রথম ডার্বিতে আক্রমণ প্রতিআক্রমণে মোহনবাগানকে ৩:২ গোলে পরাস্ত করল ইস্টবেঙ্গল। এদিন খেলার ৯ মিনিটেই লিড নেয় লাল হলুদ ব্রিগেড। সায়নের পাস থেকে প্রথম গোলটি করেন জেসিন টিকে। ইস্টবেঙ্গলের হয়ে বাকি দুটি গোল করলেন সায়ন বন্দ্যোপাধ্যায় এবং ডেভিড লালহানসাঙ্গা। মোহনবাগানের হয়ে গোল করলেন কিয়ান নাসিরি ও লিওয়ান কাস্তানহা। তবে তাতে শিঁকে ছিড়লো না। সবুজ মেরুনকে উড়িয়ে ১ গোলে জয় পেলো ইস্টবেঙ্গল।