East Bengal vs Chennaiyin FC । দুর্দান্ত ফর্মে লাল হলুদ, ঘরের মাঠে চেন্নাইয়িন এফসিকে ২ গোল দিলো ইস্টবেঙ্গল

Saturday, December 7 2024, 2:55 pm
highlightKey Highlights

চেন্নাইয়ের মাঠে গিয়ে চেন্নাইয়েরই গোলপোস্টে গুনে গুনে ২ গোল দিলো অস্কার ব্রুজোঁর ইস্টবেঙ্গল। বহু দিন পর আইএসএলে টানা দুই ম্যাচে ক্লিনশিট রেখে জিতল ইস্টবেঙ্গল।


চেন্নাইয়ের মাঠে গিয়ে চেন্নাইয়েরই গোলপোস্টে গুনে গুনে ২ গোল দিলো  অস্কার ব্রুজোঁর ইস্টবেঙ্গল। বহু দিন পর আইএসএলে টানা দুই ম্যাচে ক্লিনশিট রেখে জিতল ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর ৯ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোলটি করেন পিভি বিষ্ণু। তবে জিকসন সিংয়ের ৮৪ মিনিটের গোলটা নজর কেড়েছে সমর্থকদের। চেন্নাইয়িন এফসির টানা আক্রমণ সামলে  দুর্দান্ত খেললো ইস্টবেঙ্গলের রক্ষণভাগ। কোচ অস্কার ব্রুজোর নেতৃত্বে আইএসএলে এই প্রথম টানা দুই ম্যাচে জিতল লালহলুদ শিবির।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File