AFC Challenge League | এফসির স্বপ্ন ভাঙলো ইস্টবেঙ্গলের! আর্কাদগ এফসির কাছে হেরে চ্যালেঞ্জ থেকে বিদায় লাল-হলুদের!

Wednesday, March 12 2025, 1:38 pm
highlightKey Highlights

তুর্কমেনিস্তানের সেরা ক্লাব আর্কাদগ এফসির কাছে হেরে এফসি চ্যালেঞ্জ কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন দিমিত্রিয়স দিয়ামানতাকোসরা।


তীরে এসে তরী ডুবলো ইস্টবেঙ্গলের। তুর্কমেনিস্তানের সেরা ক্লাব আর্কাদগ এফসির কাছে হেরে এফসি চ্যালেঞ্জ কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন দিমিত্রিয়স দিয়ামানতাকোসরা। যুবভারতীতে ৩:১ লাল হলুদ শিবিরকে পরাজিত করে তুর্কমেনিস্তানের দল। ম্যাচের প্রথমার্ধের শেষে ১:০ গোলে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। তবে ম্যাচের ৯৬ মিনিটে গোল করেন হাইড্রো। শেষ পর্যন্ত ২:১ ফলে ম্যাচ হারলেন জিকসন সিংরা। সবমিলিয়ে ৩:১ হেরে এফসি কাপের স্বপ্ন ভাঙল ইস্টবেঙ্গলের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File