East Bengal vs Mohammedan | ৩:১ গোলে মহামেডান বধ ইস্টবেঙ্গলের, লিগ টেবিলে জায়গা বদলালো না দুই প্রধান

সম্মানের ডার্বিতে মহামেডানকে ৩:১ গোলে হারাল ইস্টবেঙ্গল। লালহলুদের হয়ে গোল তিনটি করলেন মহেশ, ক্রেসপো ও ডেভিড।
আগের পর্বের ডার্বিতে ৯ জনের ইস্টবেঙ্গলের কাছে লজ্জার হার হেরেছিল মহামেডান। এবারও সে ঘটনার পুনরাবৃত্তি হলো। সন্মানরক্ষার ডার্বিতে মহামেডানকে গুনে গুনে ৩ গোল দিলেন ইস্টবেঙ্গল। এদিন লালহলুদের হয়ে গোল তিনটি করলেন মহেশ, ক্রেসপো ও ডেভিড। মহামেডানের হয়ে একটি গোল শোধ করলেন ফ্রাঙ্কা। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল লাল হলুদ। ম্যাচের ৯৩ মিনিটে বদলি হিসেবে নেমে মহামেডানের কফিনে শেষ পেরেক পুঁতে দিলেন মহামেডানেরই প্রাক্তনী ডেভিড। ২০ ম্যাচে ২১ পয়েন্টে পৌঁছলো ইস্টবেঙ্গল।