Earthquake | ফের ভূমিকম্প! কেঁপে উঠলো দুই প্রতিবেশী রাষ্ট্র নেপাল এবং পাকিস্তান! কম্পন হয় উত্তরবঙ্গেও!
Friday, February 28 2025, 6:16 am
Key Highlightsশুক্রবার ভোররাতে আচমকাই কেঁপে ওঠে দুই প্রতিবেশী রাষ্ট্র নেপাল এবং পাকিস্তান।
ফের ভূমিকম্প! শুক্রবার ভোররাতে আচমকাই কেঁপে ওঠে দুই প্রতিবেশী রাষ্ট্র নেপাল এবং পাকিস্তান। তার এই ভূকম্পের প্রভাব পড়েছে দার্জিলিং, শিলিগুড়ি, পাটনার মতো বেশ কয়েকটি শহরে। ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার সূত্রে খবর, শুক্রবার ভোররাত ২টো ৩৬ মিনিটে কেঁপে ওঠে নেপাল। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৬.১। কম্পনের উৎসস্থল নেপালের বাগমতী প্রদেশের সিন্ধুপালচক জেলার ভৈরবকুণ্ড। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন তৈরি হয়েছে। এই ভূমিকম্পের ফলে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে।

