Earthquake in Turkey | ভূকম্পে কেঁপে উঠল তুরস্ক! রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.১৯!
Monday, August 11 2025, 6:49 am

রবিবার সন্ধ্যায় ভূকম্পে কেঁপে উঠল তুরস্ক! এই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.১৯।
রবিবার সন্ধ্যায় ভূকম্পে কেঁপে উঠল তুরস্ক! এই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.১৯। জার্মান রিসার্চ ফর জিও সায়েন্স জানিয়েছেন, এই ভুমিকম্পের উৎস ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। এই ভূকম্পের জেরে সেখানে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ভূমিকম্প ইস্তানবুল এবং ইজমির সহ পশ্চিম তুরস্কের বেশ কয়েকটি শহরে অনুভূত হয়েছে। যদিও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পরে ইস্তানবুল এবং পার্শ্ববর্তী অঞ্চলে আশেপাশে পরিদর্শন করার কাজ শুরু করেছেন AFAD এবং অন্য দপ্তরের আধিকারিকরা।
- Related topics -
- আন্তর্জাতিক
- তুরস্ক
- তুরস্ক
- ভূমিকম্প
- ভূমিকম্প