Earthquake | শীতের ভোরে ভূমিকম্পে কেঁপে উঠলো অসম! ৫.১ মাত্রার কম্পনে আতঙ্কিত রাজ্যবাসী
Monday, January 5 2026, 4:17 am

Key Highlightsসোমবার ভোরে ৫.১ মাত্রার কম্পনে রীতিমতো আতঙ্ক ছড়ায় অসম-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে।
জব্বর শীতে মাঝেই ভূমিকম্প আসামে! সোমবার ভোর ৪টে ১৭ মিনিট নাগাদ ৫.১ মাত্রার কম্পনে জেগে ওঠে অসম সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি। ভারতের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ‘ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি’র (এনসিএস) রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল অসমের মরিগাঁও জেলা। মাটি থেকে প্রায় ৫০ কিলোমিটার নিচে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। বড় মাত্রার ভূমিকম্প হলেও এখনও অবধি ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, সোমবার ভোর ৩টে ৩৩ মিনিটে ত্রিপুরাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে।


