Myanmar Update | ভূমিকম্পে মৃত্যুপুরী মায়ানমার, তছনছ জনজীবন, গৃহযুদ্ধে বিরতি ঘোষণা সরকার বিরোধী পক্ষের
Sunday, March 30 2025, 5:43 am

ভূমিকম্পে তছনছ এলাকায় যাতে উদ্ধারকার্য, কিংবা ত্রাণ সামগ্রী পৌঁছনোয় কোনও সমস্যা না হয়, সেদিক নজর রেখেই, পিডিএফ দু’ সপ্তাহের জন্য সামরিক অভিযান বন্ধ রাখবে।
বেশ কয়েক বছর ধরেই মায়ানমারের জুন্টার সরকারের বিরোধীতায় সরব পিপল্স ডিফেন্স ফোর্স। দেশের অধিকাংশ জায়গা বিরোধীদের কবলে চলে গিয়েছে। গত শুক্রবার সকালে মায়ানমারে পরপর বিধ্বংসী ভূমিকম্পে স্তব্ধ জনজীবন। উদ্ধারকার্য যাতে সুষ্ঠুভাবে চলতে পারে সেদিকে নজর রেখেই ৩০ মার্চ অর্থাৎ রবিবার থেকে দু’ সপ্তাহের জন্য সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা করলো বিরোধী পক্ষ। উল্লেখ্য, সরকারি তথ্য অনুযায়ী, সেদেশে এখনও পর্যন্ত ১৬৪৪ জনের প্রাণ গিয়েছে। ৩৪০৮ জন আহত, এখনও খোঁজ মেলেনি বহু মানুষের।
- Related topics -
- আন্তর্জাতিক
- মায়ানমার
- ভূমিকম্প
- ভূমিকম্প
- উদ্ধারকার্য
- আহত
- নিহত
- নিখোঁজ
- যুদ্ধ