Japan Earthquake । জাপানে ভূমিকম্প! রিখটার স্কেলে মাত্রা উঠলো ৭.১! জারি সুনামির সতর্কতাও
Thursday, August 8 2024, 10:05 am
Key Highlightsভূমিকম্পে কেঁপে উঠল জাপান। দক্ষিণ প্রান্তের কিউশু দ্বীপে ভূমিকম্প হয়।
ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। দক্ষিণ প্রান্তের কিউশু দ্বীপে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ওঠে ৭.১। এদিকে ভূমিকম্পের পর জাপানের দক্ষিণ উপকূলে জারি হয়েছে সুনামি সতর্কতাও। ভূমিকম্পের কারণে কিউশুর দক্ষিণ উপকূল ও নিকটবর্তী শিকোকু দ্বীপে ১ মিটার উচ্চতা পর্যন্ত ঢেউয়ের পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করা হয়েছে। ইউএস জিওলজিক্যাল সার্ভেও জানিয়েছে, ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মিয়াজাকি, কোচি, ওইটা, কাগোশিমা ও এহিমে-তে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- জাপান
- ভূমিকম্প
- ভূমিকম্প
- সুনামি
- প্রাকৃতিক দুর্যোগ

