Earthquake | ফের ভূমিকম্প, কেঁপে উঠলো গোটা সিকিম, মৃদু কম্পন শিলিগুড়িতেও
Saturday, March 8 2025, 2:58 pm

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি। প্রায় পুরো শহর জুড়েই কম্পন টের পাওয়া গিয়েছে। গোটা সিকিম জুড়ে টের পাওয়া গিয়েছে ভূমিকম্প।
আবারো ভূমিকম্পের কবলে ভারত। আজ , ৮ই মার্চ, দুপুর ২টো ২০ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। কেঁপে ওঠে গোটা সিকিম। National Center for Seismologyর তথ্য অনুযায়ী রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। ভূমিকম্পের উৎসস্থল তিব্বত। তিব্বতের তাদং থেকে ১৮২ কিলোমিটার দূরে মাটির ১০ কিলোমিটার নিচে এই ভূমিকম্পের উৎসস্থল। শিলিগুড়িতেও মৃদু কম্পন টের পাওয়া গিয়েছে। তবে এর জেরে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি বলেই খবর।