E-Adhar | বৈধ গ্রাহকদের বায়োমেট্রিক না মিললেও মিলবে রেশন, স্পষ্ট নির্দেশ খাদ্যদপ্তরের

খাদ্যদপ্তরের স্পষ্ট নির্দেশ, গ্রাহকদের কোনওভাবেই রেশন পাওয়া থেকে বঞ্চিত করা যাবে না। তবে সেক্ষেত্রে রেশন কার্ডের বৈধতা খতিয়ে দেখা হবে।
রাজ্য সরকার সমস্ত রাজ্যবাসীর জন্য বিনামূল্যে রেশন দিয়ে থাকে। এই মুহূর্তে রাজ্যে প্রায় ৯৮ শতাংশ গ্রাহক বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন পান। অভিযোগ, বহু ক্ষেত্রে বৈধ গ্রাহকদের আঙুলের ছাপ, চোখের মণির ছবি মিলছে না। তাতে অনেকেরই রেশন পেতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এবার এ বিষয়ে নয়া সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। খাদ্যদপ্তর নির্দেশ দিয়েছে, রেশন দোকানে গিয়ে জেলাশাসকদের যাবতীয় অভিযোগ খতিয়ে দেখতে হবে। আপাতত রেশন কার্ডের বৈধতা খতিয়ে দেখে গ্রাহকদের রেশন দিতে হবে।