WB Flood Situation | বঙ্গের বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দায়ী করছেন মুখ্যমন্ত্রী, 'জানিয়েই জল ছাড়া হয়েছে' দাবি ডিভিসির
Friday, September 20 2024, 6:20 am
Key Highlights
মুখ্যমন্ত্রী ডিভিসিকে বন্যার জন্য দায়ী করেছেন, কেন্দ্র তা প্রত্যাখ্যান করেছে।
দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি একাধিক জেলায়। এই অবস্থার কারণ হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুষেছেন ডিভিসিকে। মুখ্যমন্ত্রী বলেছেন, ডিভিসির সঙ্গে আর সম্পর্ক রাখবেন কি না, ভেবে দেখবেন। কিন্তু জল শক্তি মন্ত্রকের তরফে সাফ জানানো হল, রাজ্যকে জানিয়েই জল ছেড়েছে ডিভিসি। পাঞ্চেত ও মাইথন বাঁধ নিয়ন্ত্রণ করে ডিভিসির যে কমিটি, তাতে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সরকারের প্রতিনিধিও রয়েছেন। তাদের জানিয়েই জল ছাড়া হয়েছে। এমনকী, আবহাওয়ার পরিবর্তিত প্যাটার্ন সম্পর্কেও নিয়মিত অবগত করা হয়েছে বলে তাদের দাবি।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- মমতা ব্যানার্জী
- ডিভিসি