Operation Sindoor | অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সাহায্য করেনি চিন! দাবি চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্রর!
Tuesday, July 8 2025, 8:31 am

পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও তৃতীয় পক্ষকে আক্রমণ করে না চিন, এমনই দাবি করলেন সেদেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র।
পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও তৃতীয় পক্ষকে আক্রমণ করে না চিন, এমনই দাবি করলেন সেদেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র। গত শুক্রবার ভারতীয় সেনার ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং দাবি করেছিলেন, অপারেশন সিঁদুরের সময় ভারতের বিরুদ্ধে সামনে থেকে হয়তো শুধু পাকিস্তানই লড়ছিল। কিন্তু পিছন থেকে দুটি দেশ (চিন এবং তুরস্ক) সরাসরি পাকিস্তানকে সাহায্য করেছে। এরপরই মাও নিং স্পষ্ট বলেন,অপারেশন সিঁদুরের সময় ভারতে হামলা চালানোর জন্য পাকিস্তানকে মোটেই সাহায্য করেনি চিন।
- Related topics -
- আন্তর্জাতিক
- চিন
- চীন
- দেশ
- ভারত
- পাকিস্তান
- অপারেশন সিঁদুর