Durgapur Rape Case | ‘সহপাঠী ছাত্রই মাস্টারমাইন্ড!’-ধর্ষণের ঘটনা পূর্ব পরিকল্পিত বলে দাবি দুর্গাপুরে নির্যাতিতার আইনজীবীর

Wednesday, October 22 2025, 1:43 pm
highlightKey Highlights

ধর্ষণের পরিকল্পনা করেই ওই ছাত্রীকে কলেজের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল বলে এ দিন দাবি করেন নির্যাতিতার আইনজীবী।


দুর্গাপুরে মেডিকেল পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় অভিযোগের তীর সহপাঠীর দিকে। নির্যাতিতার আইনজীবীর দাবি, ‘ধর্ষণের ঘটনা পূর্ব পরিকল্পিত। নির্যাতিতার সহপাঠী ছাত্রই মাস্টারমাইন্ড।’ তিনি আরও বলেন, ‘যে পাঁচটি ছেলে এই ঘটনায় ধরা পড়েছে, তাদের সঙ্গে সহপাঠী ছাত্রের আগে থেকেই পরিচয় ছিল। সহপাঠী ছাত্র স্থানীয় গ্রামে নমাজ পড়তে যেত। সেখান থেকেই অভিযুক্তদের সঙ্গে পরিচয় হয় ওই সহপাঠী ছাত্রের।’ বুধবার ধৃতদের চার জনকে পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আগামী ২৪ অক্টোবর টিআই প্যারেডে অংশ নেবে নির্যাতিতা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File