Durgapur Gang Rape | ডাক্তারি ছাত্রীর গণধর্ষণকাণ্ডে সহপাঠীর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন! চাঞ্চল্য দুর্গাপুরে

গোটা ঘটনার নেপথ্যে নির্যাতিতার বাবা সহপাঠীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি তাঁকেই দায়ী করেন।
দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি ছাত্রীর গণধর্ষণকাণ্ডে সহপাঠীকেই দায়ী করেছেন নির্যাতিতার বাবা। তাঁর বক্তব্য, “মেয়েকে ভুল বুঝিয়ে মেডিক্যাল কলেজ থেকে দুর্গাপুর গর্ভমেন্ট কলেজের দিকে ফাঁকা রাস্তায় নিয়ে যাওয়া হয়।” তিনি অভিযোগ করেন, অভিযুক্তরা ছাত্রীর সহপাঠীর পূর্ব পরিচিত! পুলিশ সূত্রে খবর, ঐদিন ৭টা ৫৮ মিনিটে দু’জনে ক্যাম্পাস থেকে বেরোয়। ৮টা ৪২ মিনিটে সহপাঠী একা ফিরে আসেন। গেটে ৫-৬ মিনিট ঘোরাঘুরির পর আবার ৮টা ৪৮’এ বেরিয়ে যান। ৯টা ২৯ মিনিটে দু’জনে একত্রে ফিরে আসেন।