Durga Puja 2025 | ৯ দিন পরেই পুজো, মহানগরের রাস্তা পুলিশে পুলিশে ছয়লাপ, ভিড় সামলাতে প্রস্তুত প্রশাসন
Friday, September 19 2025, 5:16 pm

জেলায় মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত ১০ থেকে ১৫ হাজার পুলিশ। শুধু পুজোর সময় নয়, অতিরিক্ত নজর দেওয়া হবে জেলায় জেলায় কার্নিভালগুলিতেও।
দুর্গাপুজোয় দর্শনার্থীদের সুরক্ষা ও ট্রাফিক সচল রাখতে পুলিশ প্রস্তুত, জানিয়ে দিলেন রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম। পুলিশকর্তা জানিয়েছেন, “যে জেলায় যেমন পুজো হয়, সেই মোতাবেক পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলাজুড়ে ১০ থেকে ১৫ হাজার পুলিশকর্মীরা রাস্তায় থাকবেন। হেড কোয়ার্টার ও অন্যান্য সব ফোর্সকে তৈরি রাখা হচ্ছে। তাছাড়াও অতিরিক্ত হোমগার্ড, এনসিসি, স্থানীয় যুবকদের কাজে লাগানো হবে। ট্রাফিক সচল রাখতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। মহালয়া থেকে পুজোর চারদিন কাটিয়ে লক্ষ্মীপুজো পুজোর মরশুম দীর্ঘ। সুরক্ষা দিতে আমরা তৈরি।”
- Related topics -
- শহর কলকাতা
- পুজো ও উৎসব
- দুর্গাপুজো
- দূর্গা পুজো ২০২৩
- পুলিশ প্রশাসন
- কলকাতা পুলিশ
- পুলিশ
- রাজ্য পুলিশ
- পুলিশি নিরাপত্তা
- কলকাতা কর্পোরেশন