বিমান চলাচলে ব্যাঘাত ঘটাচ্ছে শ্রীভূমির বুর্জ খলিফার আলো, একাংশ বিমান চালকের অভিযোগ
Thursday, December 21 2023, 2:33 pm

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোমণ্ডপ কেবল দুবাইয়ের বুর্জ খলিফার আদলেই নয় তার পাশাপাশি আলোর রোশনাই এ সেজে উঠেছে । আর তা দেখতেই তিলোত্তমাবাসী ভিড় জমাচ্ছেন, তবে শুধু মহানগরীর মানুষই নয় বাইরের জেলা থেকেও অনেকে আসছেন। শ্রীভূমি স্পোর্টিংয়ে বুর্জ খলিফা ঘিরে দর্শনার্থীদের মধ্যে রয়েছে উদ্দীপনা। কিন্তু, এই মণ্ডপের আলোর রোশনাই সমস্যা সৃষ্টি করছে বিমান চলাচলের গতিপথে। এএনআই সূত্রের এমনই অভিযোগ উঠেছে বলে জানা যাচ্ছে। তিন পৃথক ফ্লাইটের বিমান চালকরা অভিযোগ জানিয়েছেন কলকাতা এটিসি-র কাছে। এই মর্মে বিষয়টি জানানো হয়েছে কলকাতা বিমানবন্দরেও।
- Related topics -
- শ্রীভূমি
- দুর্গাপুজো
- ভারতীয় বিমানবাহিনী
- শহর কলকাতা
- রাজ্য