Durga Puja 2024 | ৮ হাজার গাছ দিয়ে তৈরী দূর্গা মণ্ডপ, সম্পূর্ণ মাটির তৈরি প্রতিমা! পরিবেশ রক্ষার বার্তা মানিকতলার দুর্গাপুজো কমিটির

Friday, October 4 2024, 1:29 pm
highlightKey Highlights

মানিকতলা লালাবাগান নবাঙ্কুরের ৮ হাজার গাছের সবুজ মণ্ডপ 'সবুজ বাঁচানো' থিমে পরিবেশ দূষণের বিরুদ্ধে সচেতনতা তৈরি করবে।


পৃথিবীকে বাঁচাতে হলে বাঁচাতে হবে গাছ। পরিবেশ ও গাছ রক্ষার এই বার্তা দিয়েই এবারের দুর্গাপুজোর থিম কলকাতার মানিকতলা লালাবাগান নবাঙ্কুর দুর্গাপুজো কমিটির। ৮ হাজার গাছ দিয়ে তৈরী মণ্ডপ। এই কমিটি বিভিন্ন ধরনের গাছ দিয়ে তৈরি করেছে মণ্ডপটি। এর মধ্যে রয়েছে লেবু গাছ, মাশরুম, তুলসী, বাঁশ। মণ্ডপসজ্জায় প্রায় ২০ লাখ টাকা খরচ হয়েছে বলে জানিয়েছে কমিটি। গাছ দিয়ে মণ্ডপ তৈরীর পাশাপাশি প্রতিমাও সম্পূর্ণ মাটির তৈরি। মাটি এবং গাছের পাতা দিয়ে তৈরি হয়েছে মায়ের বস্ত্র।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File