Durand Cup | পুরস্কারমূল্য বাড়লো আড়াই গুণ, ২৩ জুলাই থেকে শুরু ডুরান্ড কাপ!
Thursday, July 17 2025, 11:17 am

আগামী ২৩ জুলাই যুবভারতী স্টেডিয়ামে ডুরান্ড কাপের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী ২৩ জুলাই যুবভারতী স্টেডিয়ামে ডুরান্ড কাপের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন এই ফুটবল টুর্নামেন্টের কিক অফ। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানান,এবার পুরস্কারমূল্য ১.২ কোটি টাকা থেকে বেড়ে ৩ কোটি টাকা হয়েছে। পাশাপাশি গোল্ডেন বল, গোল্ডেন বুট, গোল্ডেন গ্লাভসজয়ীদের দেওয়া হবে এসইউভি। উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে বাংলা থেকে খেলবে চার দল, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং ক্লাব এবং ডায়মন্ড হারবার এফসি। আর প্রথম ম্যাচে নামতে চলেছে ইস্টবেঙ্গল।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- ডুরান্ড কাপ
- ইস্টবেঙ্গল
- মোহনবাগান
- মহামেডান