খেলাধুলা

Mohun Bagan vs East Bengal Derby | ডুরান্ডে ডার্বির রং লাল হলুদ, দিয়ামান্তোকোসের ২'য়ে মোহনবাগানকে উড়িয়ে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

Mohun Bagan vs East Bengal Derby | ডুরান্ডে ডার্বির রং লাল হলুদ, দিয়ামান্তোকোসের ২'য়ে মোহনবাগানকে উড়িয়ে সেমিফাইনালে ইস্টবেঙ্গল
Key Highlights

ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগানকে ২:১ গোলে হারিয়ে দিল লাল-হলুদ বাহিনী। ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করেন দিমিত্রিয়স দিয়ামান্তোকোস।

দিমিত্রিয়স দিয়ামান্তোকোসের জোড়া গোলের দাপটে ভর করে ডার্বিতে দুর্দান্ত কামব্যাক করল ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগানকে ২:১ গোলে হারিয়ে দিল লাল হলুদ বাহিনী। এদিন দলে ছিলেন না রশিদ। ম্যাচের শুরুতে চোট পেয়ে মাঠ ছাড়েন হামিদ আহদাদ। দুই বিদেশিকে ছাড়াই মোহনবাগানের রক্ষণ ওড়ালো ইস্টবেঙ্গল। ম্যাচের ৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন দিমিত্রিয়স দিয়ামান্তোকোস। ৫২ মিনিটে আরেকটি গোল করেন তিনি। ম্যাচের ৬৮ মিনিটে ব্যবধান কমান সবুজ মেরুনের অনিরুদ্ধ থাপা। তবে শেষরক্ষা হয়নি।