Kerala Ragging | গোপনাঙ্গে বাঁধা হতো ডাম্বেল! ক্ষত জায়গায় লাগানো হতো তরল! র্যাগিংয়ের নাম অমানবিক অত্যাচার কলেজে!
Thursday, February 13 2025, 11:35 am

তিন মাস ধরে র্যাগিংয়ের নামে চরম অত্যাচার কেরালার কোট্টায়ামের সরকারি নার্সিং কলেজে|
তিন মাস ধরে র্যাগিংয়ের নামে চরম অত্যাচার! কেরালার কোট্টায়ামের সরকারি নার্সিং কলেজের অত্যাচারিত পড়ুয়ারা জানিয়েছেন, সিনিয়ররা ভয় দেখিয়ে প্রথম বর্ষের পড়ুয়াদের নগ্ন করে তাদের হাত পা ধরে রেখে গোপনাঙ্গে ডাম্বেল বেঁধে ঝুলিয়ে রাখত। সিনিয়রদের কথা না শুনলে মেরে রক্তাক্ত, গায়ে কালশিটে ফেলে দেওয়া হতো। আঘাতের পর ক্ষতের উপর তরল লেপে দেওয়া হতো। চিৎকার করলেই মুখে ঢেলে দেওয়া হতো কিছু না কিছু। অত্যাচারের ঘটনা ছবি তুলে ও ভিডিয়ো রেকর্ড করতো সিনিয়ররা। ইতিমধ্যে এই ঘটনায় ৫ নার্সিং ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
- Related topics -
- দেশ
- ভারত
- কেরল
- ক্রাইম
- মেডিকেল পড়ুয়া