দেশ

IND-PAK | দিল্লিতে মা, অশ্রুসজল চোখে পাকিস্তান ফিরলো খুদে ভাই-বোন! ভিসা বাতিলদের জেরে 'বিচ্ছেদ'!

IND-PAK | দিল্লিতে মা, অশ্রুসজল চোখে পাকিস্তান ফিরলো খুদে ভাই-বোন! ভিসা বাতিলদের জেরে 'বিচ্ছেদ'!
Key Highlights

ভারতীয় নাগরিক মাকে দিল্লিতে রেখে অশ্রুসজল চোখে পাকিস্তানে ফিরতে বাধ্য হল দুই শিশু।

পহেলগাঁও হামলার পর পাকিস্তানিদের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত। তার মধ্যে অন্যতম পাক নাগরিকদের ভিসা বাতিল। এমনকি ভারতের কাউকে পাকিস্তানে যেতেও নিষেধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এবার এই ঘোষণার ফলে ভারতীয় নাগরিক মাকে দিল্লিতে রেখে অশ্রুসজল চোখে পাকিস্তানে ফিরতে বাধ্য হল দুই শিশু। দিল্লিতে মামাবাড়ি রয়েছে ১১ বছরের জৈনব এবং ৮ বছরের জানিশের। মাস খানেক আগে অসুস্থ দিদাকে দেখতে ভারতীয় মায়ের সঙ্গে সেখানে এসেছিল তারা। কিন্তু বর্তমান পরিস্থিতির জেরে মাকে মামাবাড়িতে রেখেই ফিরতে হচ্ছে তাদের।