India-Bangladesh | বাংলাদেশের অস্থির পরিবেশের জেরে বন্ধ ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি! একদিনেই কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা
সোমবার বিকেলের পর থেকে এই পরিস্থিতির জন্য পুরোপুরি বন্ধ মালদহ জেলায় ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত মাহাদিপুর স্থলবন্দর।
জনতা বিক্ষোভের চাপে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করেছেন শেখ হাসিনা। বাংলাদেশে এরপর জারি সেনাশাসন। রাস্তায় নেমেছেন লক্ষ-লক্ষ প্রতিবাদী জনতা। এসবের প্রভাব পড়ছে ভারতেও। সোমবার বিকেলের পর থেকে এই পরিস্থিতির জন্য পুরোপুরি বন্ধ মালদহ জেলায় ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত মাহাদিপুর স্থলবন্দর। একদিনে এই সীমান্ত দিয়ে প্রায় ১৮ কোটি টাকা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে জানালেন মহাদেবপুর কাস্টমের আধিকারিক। তিনি আরও বলেন, পনেরো থেকে কুড়ি কোটি টাকার বৈদেশিক মুদ্রার আসে। সেটা বন্ধ হবে।
- Related topics -
- বাণিজ্য
- ভারত-বাংলাদেশ
- বাংলাদেশ
- ব্যবসা বাণিজ্য
- আমদানি-রপ্তানি
- শেখ হাসিনা