Kashmir | পহলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার জের, খাঁ খাঁ করছে জনহীন বৈসরণ ভ্যালি!

৪৮ ঘণ্টা আগেও পর্যটকদের ভিড়ে গমগম করছিল ডাল লেক, নাগিন লেক, মুঘল আমলের বাগিচাগুলি। এখন খাঁ খাঁ করছে ভূস্বর্গ কাশ্মীর।
কাশ্মীরের পহলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে কাশ্মীরের পর্যটন শিল্প। খাঁ খাঁ করছে বৈসরণ ভ্যালি। শুধু বৃহস্পতিবারেই প্রায় ১০ হাজার পর্যটক শ্রীনগর ছেড়েছেন। ভিড়ে গমগম করা ডাল লেক, নাগিন লেক, মুঘল আমলের এবং শিকারাগুলি এখন একদম ফাঁকা। শ্রীনগর থেকে বেরোনোর ফ্লাইটে গিজগিজ করছে লোকের ভিড়। তবে শ্রীনগরগামী ফ্লাইটে কোনও যাত্রী নেই। লোকজন নেই ভূস্বর্গের রাস্তাঘাটেও। স্বতঃস্ফূর্ত বন্ধ ও অঘোষিত আতঙ্কে রাস্তায় বেরোচ্ছেননা এলাকাবাসীও। বন্ধ রয়েছে সব দোকানপাট।