বুধবার থেকে বন্ধ কলকাতার সব কোভিশিল্ড সেন্টার, ঘোষণা কলকাতা পুরসভার
Tuesday, August 10 2021, 7:22 am
Key Highlightsকলকাতা পুরসভার থেকে প্রকাশ হল বিশেষ লিখিত বিজ্ঞপ্তি। চাহিদার তুলনায় টিকার জোগান না থাকার জন্য বুধবার অর্থাৎ ১১ই আগস্ট, ২০২১ থেকে শহরের কোভিশিল্ড কেন্দ্রগুলি বন্ধ থাকছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোভিশিল্ড টিকাকরণ কেন্দ্রগুলি বন্ধ থাকবে বলেই জানানো হয়েছে পুরসভার তরফে। তবে করোনা টিকা কোভ্যাক্সিনের জোগানে ঘাটতি না থাকার কারণে যেখানে যেখানে কোভ্যাক্সিন দেওয়া হচ্ছে, সেখানে আগের মতোই টিকা মিলবে।
- Related topics -
- জেলা
- কলকাতা পৌরসভা
- করোনা টিকা

