Singur । বছরের প্রথমদিনেই ভোগান্তি যাত্রীদের, রেল অবরোধের জেরে মাঝপথ থেকেই হাওড়া ফিরল তারকেশ্বরগামী লোকাল

Wednesday, January 1 2025, 6:58 am
highlightKey Highlights

বছরের প্রথমদিনেই রেল অবরোধ। সিঙ্গুর আন্দোলন লোকালের রুট সম্প্রসারণের প্রতিবাদে মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে রেল অবরোধে শামিল সিঙ্গুরবাসীরা।


বুধবার মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে সকাল ৬ টা বেজে ৪৫ মিনিট নাগাদ সিঙ্গুরের ১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকতেই রেল লাইনে দাঁড়িয়ে পড়েন সিঙ্গুরবাসীরা। বিক্ষোভের জেরে এদিন সিঙ্গুর থেকেই হাওড়া ফেরে তারকেশ্বরগামী লোকাল ট্রেনটি। রেলের দাবি, 'সিঙ্গুর আন্দোলন লোকাল' ট্রেনের রুট সম্প্রসারণ হচ্ছে। সিঙ্গুরের পরিবর্তে তারকেশ্বর পর্যন্ত চালানো হবে ট্রেনটিকে। তবে স্থানীয়দের অভিযোগ, রুট সম্প্রসারণের নামে তুলে নেওয়া হচ্ছে সিঙ্গুর আন্দোলন লোকাল। এই স্মৃতিবিজড়িত লোকাল তুলে দেওয়া মানতে তাঁরা রাজি নন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File