Diljit Dosanjh's Concert | দিলজিতের কনসার্টের জেরে দিল্লির নেহেরু স্টেডিয়ামে আবর্জনার স্তুপ! পড়ে রয়েছে মদের বোতলও

Tuesday, October 29 2024, 1:48 pm
Diljit Dosanjh's Concert | দিলজিতের কনসার্টের জেরে দিল্লির নেহেরু স্টেডিয়ামে আবর্জনার স্তুপ! পড়ে রয়েছে মদের বোতলও
highlightKey Highlights

পাঞ্জাবি জনপ্রিয় গায়ক দিলজিৎ দোসাঞ্জ তাঁর Dil Luminati Tour করছেন ভারতে। তিনদিন আগেই দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আয়োজিত হয় তাঁর কনসার্ট।


পাঞ্জাবি জনপ্রিয় গায়ক দিলজিৎ দোসাঞ্জ তাঁর Dil Luminati Tour করছেন ভারতে। তিনদিন আগেই দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আয়োজিত হয় তাঁর কনসার্ট। তবে সেই কনসার্ট শেষ হতেই তীব্র কটাক্ষের ঝড় উঠেছে। কারণ এই স্টেডিয়াম কিন্তু মাল্টি স্পোর্টস স্টেডিয়াম। তবে প্রায় ৪০ হাজার দিলজিৎ ফ্যানদের অত্যাচারে সেই মাঠ আর চেনাই যাচ্ছে না। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, চারপাশে আবর্জনার স্তূপ। পড়ে রয়েছে মদের বোতলও! দিল্লির মিডল ডিসটান্স রানার বিন্ত সিং, ভিডিও পোস্ট করে লিখেছেন ' এদেশে ক্রীড়াবিদদের সম্মান ও সমর্থন নেই'! 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File