শহর কলকাতা

Cyclone Dana Effect | 'দানা'র জেরে কলকাতার একাধিক এলাকায় জমেছে জল, সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে যোধপুরে

Cyclone Dana Effect | 'দানা'র জেরে কলকাতার একাধিক এলাকায় জমেছে জল, সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে যোধপুরে
Key Highlights

সাইক্লোন 'দানা'র প্রভাবে সকাল থেকেই ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ একাধিক জেলায়।

সাইক্লোন 'দানা'র প্রভাবে সকাল থেকেই ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ একাধিক জেলায়। টানা ভারী বৃষ্টির জন্য জল জমছে কলকাতার বিভিন্ন প্রান্তে। জল জমে রয়েছে কেশব চন্দ্র সেন স্ট্রিট, মহাত্মা গান্ধী রোড, ঠনঠনিয়া কালিবাড়ি, এক্সাইড মোড়, মুক্তারামবাবু স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিং, বিবি গাঙ্গুলি স্ট্রিট, চাঁদনী মেট্রো,টালিগঞ্জ ট্রাম ডিপো, গার্ডেনরিচ, হরিশ মুখার্জী রোড, হেস্টিংস, ইলিয়ট রোডে।কলকাতা পুরসভা সূত্রে খবর, সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক পাম্পিং স্টেশন জোনে।