লিউকেমিয়া রোগীর ক্ষেত্রে রক্তের চাহিদা আগাম বলা সম্ভবনা, ফলে রক্ত সঙ্কটে লিউকেমিয়া আক্রান্ত শিশুরা।

Wednesday, February 24 2021, 8:39 am
highlightKey Highlights

পর্যাপ্ত রক্ত নেই হাসপাতালে, এ দিকে লিউকেমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য অবিলম্বে রক্ত ও প্লেটলেট লাগবে। হাসপাতালে নেই সেই গ্রুপের রক্ত অগত্যা রক্তের খোঁজে অন্য ব্লাড ব্যাঙ্কে ছুটতে হচ্ছে আক্রান্ত শিশুদের পরিজনদের।’ করোনা পরিস্থিতির কারণে রক্ত-সঙ্কটে ভুগতে হচ্ছে লিউকেমিয়ায় আক্রান্ত বহু শিশুকেই। কোভিড পরিস্থিতির কারণে সরকারি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের ভাঁড়ারে রক্তের টান চলছে। করোনায় রক্তদান শিবির যে জোর ধাক্কা খেয়েছে, মানছে রাজ্য স্বাস্থ্য দফতরও। গত ২৮ নভেম্বর এক নির্দেশিকা জারি করে সব জেলাকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে দফতর। সংশ্লিষ্ট জেলাকে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত মোট কত ইউনিট রক্ত সংগ্রহ করতে হবে তা-ও নির্দেশিকায় বলা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File