আরিয়ান খান - স্যানিটারি প্যাড, অন্তর্বাস থেকে উদ্ধার মাদক: এনসিবি
Monday, October 4 2021, 5:43 am

সম্প্রতি মাদক কাণ্ডে শাহরুখ পুত্র আরিয়ান খানকে গ্রেফতার করেছে এনসিবি। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে জানানো হয়েছে, প্রমোদতরীর পার্টিতে যাতে খুব সহজে মাদকের হদিশ না পাওয়া যায়, তাই লেন্স রাখার বাক্স, স্যানিটারি প্যাড, ওষুধের বাক্স, জামাকাপড়, অন্তর্বাসের সেলাইয়ের মধ্যে মাদক রাখা ছিল। টানা ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর মাদক সেবনের কথা স্বীকার করে নিয়েছেন আরিয়ান খান। আরমানের পরোয়ানায় লেখা রয়েছে, ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১,৩৩,০০০ টাকা উদ্ধার হয়েছে মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীর টার্মিনালে।
- Related topics -
- বিনোদন
- ক্রাইম
- নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File
পেয়ে যান দিনের সেরা খবরগুলো সরাসরি আপনার ইনবক্সে
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সাথে সর্বদা সুরক্ষিত।