ডেবরায় সব্জির গাড়িতে করে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেফতার করা হয় দুই মাদক পাচারকারীকে
Thursday, December 21 2023, 2:33 pm
Key Highlightsপশ্চিম মেদিনীপুরের ডেবরা এলাকায় একটি সব্জির গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৫২ কেজি মাদক। উদ্ধার হওয়া এই মাদকের বাজারমূল্য আনুমান করা যাচ্ছে প্রায় লক্ষাধিক টাকা। ডেবরা টোল প্লাজার সামনে ১৬ নম্বর জাতীয় সড়কে একটি সব্জিভর্তি পিকআপ ভ্যান থেকেই উদ্ধার করা হয় দুই বস্তা গাঁজা। পুলিশের দাবি এই গাঁজার বস্তাগুলি খড়গপুর থেকে হাওড়ায় পাচার করা হচ্ছিল। এই ঘটনায় গ্রেফতার করা হয় দুইজনকে। ধৃত দুই ব্যাক্তিই হাওড়ার বাসিন্দা।
- Related topics -
- পশ্চিম মেদিনীপুর
- হাওড়া
- মাদক পাচার
- গ্রেফতার
- ডেবরা ট্রোলপ্লাজা
- রাজ্য

